মেইল সার্ভিসঃ মেইল সার্ভিস এমন একটা সার্ভিস যেখানে বণিকের প্যাকেজ গ্রহনকারি কোম্পানির অফিসিয়াল কাগজপত্র, ডকুমেন্ট, চিঠি রিসিভ করবে, সংরক্ষণ, করা এবং তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বণিক বহন করবে । আর এই সার্ভিস নিতে বণিক কে মাসিক ২৫০ টাকা প্রদান করতে হবে।
টেন্যান্ট এগ্রিমেন্টঃ যারা বণিকের ঠিকানায় ট্রেড লাইসেন্স করতে আগ্রহী তাদের জন্য টেন্যান্ট এগ্রিমেন্ট সার্ভিস। অন্যান্য প্যাকেজ গ্রহণকারী কোম্পানি টেন্যান্ট এগ্রিমেন্ট সার্ভিসের মাধ্যমে ট্রেড লাইসেন্স সুবিধা পেতে পারেন। টেন্যান্ট এগ্রিমেন্টের জন্য ৬০০০ টাকা প্রদান করতে হবে।
রিসিপসনিস্টঃ বণিকের প্যাকেজ গ্রহনকারি কোন কোম্পানির রিসিপসনিস্টের প্রয়োজন হলে বণিক সেই সার্ভিস টা প্রদান করবে। এক্ষেত্রে রিসিপসনিস্ট প্যাকেজ গ্রহনকারী কোম্পানির হয়ে ক্লাইন্টদের রিসিভ করা, তথ্য দেওয়া ও অন্যান্য সেবা প্রদান করবেন। যার মাসিক মূল্য ৩০০০ টাকা প্রতি একজন।
কল সেন্টার এজেন্টঃ বণিকের প্যাকেজ গ্রহনকারী কোম্পানির ফোন রিসিপ করা এবং ক্লাইন্টদের সাপোর্ট দেওয়ার জন্যই কল সেন্টার এজেন্ট সার্ভিস । এই এজেন্ট আপনার কোম্পানির হয়ে আপনার ক্লাইন্টদের সার্ভিস প্রদান করবেন। এক্ষেত্রে কোম্পানি এজেন্টকে প্রয়োজনীয় ট্রেনিং প্রদান করতে পারবেন। তবে কল সংখ্যা দিনে ১৫টির মধ্যে সিমাবদ্ধ থাকতে হবে। সার্ভিস মূল্য প্রতি শিফট (৮ ঘণ্টা) মাসিক ৫০০০ টাকা।
ডেডিকেটেড ফোনঃ আপনার কোম্পানির ল্যান্ড ফোনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বণিক আপনাকে ডেডিকেটেড ফোনের সার্ভিস প্রদান করবে। আপনি আপনার কোম্পানির জন্য +৮৮০৯৬ সিরিজের নম্বর দেওয়া হবে। মাসিক ২৫০ টাকা প্রদান করতে হবে এই সার্ভিস গ্রহন করার জন্য।
ভার্চুয়াল এজেন্টঃ ভার্চুয়াল এজেন্ট মূলত অনলাইন ভিক্তিক সার্ভিস প্রদান করবেন। চ্যাটিং, ইমেইলের রিপ্লে দেওয়া, ফেইসবুক ও অন্যান্য অনলাইন ভিক্তিক সেবার জন্যই বণিকের এই সার্ভিস। ভার্চুয়াল অফিসের জন্য মাসিক ৩০০০ টাকা/ প্রতি এজেন্ট/প্রতি শিফট প্রদান করতে হবে।
লকার সার্ভিসঃ আপনার প্রয়োজনীয় জিনিস রাখার জন্য আপনি পাচ্ছেন লকার সার্ভিস। আপনার কাজগ পত্র, পিসি অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের নিরাপত্তার কথা বিবেচনা করেই বণিকের এই সার্ভিস। লকারের চাবি আপনাকে প্রদান করা হবে যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করতে পারেন। মাসিক ৫০০ টাকা প্রদান করতে হবে এই সার্ভিস পেতে হলে।
পার্সোনাল স্টোরেজঃ পার্সোনাল স্টোরেজ হচ্ছে লকার থেকে ৩ গুন বড় স্টোরেজ যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল প্রকার জিনিস সংরক্ষন করতে পারবেন। এই সার্ভিস আপনি পাচ্ছেন মাসিক মাত্র ১০০০ টাকায়।
ইউটিউব স্টুডিওঃ ২০১৮ সাল হল ভিডিও মার্কেটিং এর যুগ। আর আপনাদের কথা বিবেচনা করেই বণিকের এই সার্ভিস। এখানে আপনি চাইলে ইউটিউব স্টুডিও তে ছবি তুলতে পারবেন আবার আপনার পণ্যের ভিডিও ধারন করতে পারবেন। একেবারে নাম মাত্র মুল্যে আপনি পেতে পারেন আমাদের এই সার্ভিস। প্রতি ঘণ্টা মাত্র ৩০০ টাকায়।
ডিজিটাল ক্যামেরাঃ স্টুডিও তে ভিডিও ধারন করতে অবশ্যই ডিজিটাল ক্যামেরার প্রয়োজন । বণিক আপনাকে ভিডিও ধারন করার জন্য ডিজিটাল ক্যামেরার সার্ভিস প্রদান করছে। প্রতি শিফট (২ ঘণ্টা ) ১০০০ টাকা।