সহজ করা, কেনাকাটার অপশন
বর্তমান যুগে মানুষ কথা না বলেই যদি কাঙ্খিত পণ্য হাতে পায় সেটাকেই বেশি সহজলভ্য ও সাচ্ছন্দ্যবোধ করে। অন্যের কথা বাদ, আমি নিজেই ত কাউকে ফোন দিয়ে কিছু বলতে হয় আমার যে পরিমাণ বিরক্ত লাগে তা বলা বাহুল্য। কিন্তু আমাকে যদি সারাদিন কথা ছাড়া অর্ডার করতে বলেন আমি সারাদিনই সেটা করতে পারবো। এ বিষয়ে রিসার্চেও হয়ত …