ফেসবুক অ্যাড রিভিউঃ অ্যাড অনুমোদিত হতে যে সমস্ত নিয়ম মানতেই হবে
অনেকেই আছেন প্রায়ই অভিযোগ করে থাকেন যে তাদের অনেক ভালো অ্যাড ফেসবুক অনুমোদন দেয় নি কিংবা প্রাথমিকভাবে অনুমোদন দিলেও পরবর্তীতে সরিয়ে দিয়েছে। আবার, অন্যদিকে খুব খারাপ মানের একটি বিজ্ঞাপনও অনায়াসেই ফেসবুকে রাজত্ব করে চলেছে। এই যে, অ্যাড অনুমোদন পাওয়া বা না পাওয়া ও পরবর্তীতে ব্যান করা, এইসব কিছুই হয় আসলে আপনার প্রচারিত বিজ্ঞাপনটি কতটুকু ফেসবুকের অ্যাড পলিসি মেনে চলছে কিংবা কতটুকু চলছে না তার উপরে।
তাই, আপনার অ্যাডের স্বার্থে আজ আলোচনা করছি ফেসবুক অ্যাড পলিসির কিছু সাধারণ বিষয় নিয়ে।
অ্যাড রিভিউ যেভাবে কাজ করে ও কত সময় লাগতে পারে
অনেকেই বলে থাকেন যে, তাদের অ্যাড অনুমোদন করতে ফেসবুক দিনের পর দিন সময় ব্যায় করেছে। প্রকৃতপক্ষে, বিজ্ঞাপন সাবমিটের পর, ফেসবুক অ্যাড রিভিউ কমিটি সাধারণত ১০ মিনিট থেকে ২ দিনের মাঝেই সমস্ত বিজ্ঞাপন সম্পর্কে তাদের অনুমোদন বা নিষেধাজ্ঞা জানিয়ে দেয়। তবে, বিভিন্ন এক্সপার্টদের মতামত অনুসারে ফেসবুক রিভিউ কমিটি সাধারণত সকালের দিকেই বেশিরভাগ বিজ্ঞাপন নিয়ে কাজ করে থাকে, তাই সকালের দিকে সাবমিট হওয়া বিজ্ঞাপন অপেক্ষাকৃত তারাতারি অনুমোদন পেয়ে থাকে।
ফেসবুকের রিভিউ সময় নিম্নলিখিত বিষয়গুলির উপরে অধিক নির্ভর করে থাকে।
ফেসবুক অ্যাড ইতিহাস
আপনি যদি দীর্ঘদিন থেকে ফেসবুকে অ্যাড দিয়ে থাকেন, তবে দ্রুততম সময়ে আপনার বিজ্ঞাপন অনুমোদন পেতে পারে। এটি হয়ে থাকে কারন, ফেসবুকের অ্যাড নিযেদের কাছে থাকে আপনার ইতিহাস পর্যালোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। অপরদিকে, যারা নতুন তাদের ক্ষেত্রে সাদারনত বেশি সময় লেগে থাকে।
কি-ওয়ার্ড বিশ্লেষণ
ফেসবুক অ্যাড রিভিউয়ের ক্ষেত্রে বিজ্ঞাপনের টেক্সটে বা গ্রাফিক্সে থাকা কি-ওয়ার্ড পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে থাকে। তাই, আপনার বিজ্ঞাপনে যদি ধর্মীয়, আদিবাসী কিংবা ফেসবুক অ্যাড পলিসি ভঙ্গ করতে পারে পারে এমন শব্দ থেকে থাকে, সেই বিজ্ঞাপন অনুমোদন পেতে সাধারনের চেয়ে অনেক বেশি সময় লাগবে। অনেকক্ষেত্রে, এমন বিজ্ঞাপন ব্যান হয়ে যেতে পারে।
ডোমেইন বিশ্লেষণ
ফেসবুকে বিজ্ঞাপনের ক্ষেত্রে সেই বিজ্ঞাপন অন্য কি কি জিনিসের সাথে সম্পর্কযুক্ত সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার বিজ্ঞাপনে থাকা ডোমেইনটি যদি ইতিপূর্বেই ফেসবুকে কর্তৃক স্বীকৃত হয়, তাহলে অল্পসময়ের মাঝেই আপনার বিজ্ঞাপন এপ্রুভ হবে। অপরদিকে নতুন ডোমেইনের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে।